প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ঈদে বাড়ি যাওয়ার প্রবণতা ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে: কাদের

ঈদে বাড়ি যাওয়ার প্রবণতা ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে: কাদের

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গ্রামের বাড়ি যাবার প্রবণতা দেখা যাচ্ছে। এতে করোনা ভাইরাস আরো ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। এমন শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৬ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পরিস্থিতি অবনতিশীল, শপিংমল ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভিড় তৈরি করা থেকে বিরত থাকুন।’দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা ভাসমান, ঘর নেই, খোলা আকাশের নিচে বসবাস করে তাদের খুঁজে খুঁজে তালিকা করে ঈদের আগেই ত্রাণ সাহায্য পৌঁছে দিন। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সফল হবে।’কাদের বলেন, ‘ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম সরকার বরদাস্ত করবে না। ত্রাণ বিতরণে যেই অনিয়ম করবে, দলীয় পরিচয় হলেও রেহাই পাবে না।’