প্রচ্ছদ শিক্ষাঙ্গন ইবিতে তৈরি হচ্ছে বোটানিক্যাল ও ল্যান্ডস্ক্যাপ গার্ডেন

ইবিতে তৈরি হচ্ছে বোটানিক্যাল ও ল্যান্ডস্ক্যাপ গার্ডেন

ইবি প্রতিনিধিঃ পরিবেশ রক্ষায় বৃক্ষ নিয়ে বিশেষ গবেষণার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন লেকে বোটানিক্যাল গার্ডেন এবং শহীদ মিনার ও শহীদ স্মৃতিসৌধের সামনের চত্বরে ল্যান্ডস্ক্যাপ গার্ডেন তৈরির সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায়
নির্মাণাধীন লেকে বোটানিক্যাল গার্ডেন এবং শহীদ মিনার ও শহীদ স্মৃতিসৌধের সামনের চত্বরে ল্যান্ডস্ক্যাপ গার্ডেন তৈরির
 স্থানগুলো পরিদর্শনে যান উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী), ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যানতত্ত বিভাগের প্রফেসর মোক্তার হোসেন, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আলীমুজ্জামান (টুটুল)।
প্রফেসর মোক্তার হোসেনের তত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের লেকে প্রায় ১০ বিঘা জমি জুড়ে তৈরী হবে বোটানিক্যাল গার্ডেন। এতে বনজ, ফলজ, ঔষধী, ভেষজসহ সকল ধরণের বৃক্ষ স্থান পাবে।
 উল্লেখ্য, বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের অধীনে এই গার্ডেন পরিচালিত হবে। অনুষদটির তিনটি বিভাগের মধ্যে দুটি বিভাগ গবেষণার সুযোগ পাবে।