প্রচ্ছদ আর্ন্তজাতিক ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ২০০ পর্যটক নিহত

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ২০০ পর্যটক নিহত

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী ফেরিডুবিতে নিহতের সংখ্যা প্রায় ২০০। দুই দিন আগে ঈদের ছুটিতে ঘুরতে যাওয়া পর্যটকরা খারাপ আবহাওয়ার কারণে ফেরিডুবির ঘটনা ঘটে। এতে ১৯২ জন নিখোঁজ রয়েছে বলে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানায়। খবর বিবিসি

সোমবার সুমাত্রার লেক টোবা পৃথিবীর বৃহত্তর আগ্নেয়গিরি গভীরতম লেক যেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা তাদের ছুটি কাটাতে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে হতাহতের শিকার হন। এ ঘটনায় ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ চারজনকে মৃত উদ্ধার করে এবং ১৮ জনকে জীবিত উদ্ধার করে। রয়টার্স

হতাহতদের আত্মীয়রা টোবা লেকের কাছে নিহতদের খবরের জন্য অপেক্ষা করছে। লেকটির গভীরতা ৪৫০ মিটার হওয়ায় হতাহতদের খুঁজে পেতে কষ্ট হচ্ছে। উদ্ধারকারী দলের একজন বুদিয়ান জানান, আমরা ডুবে যাওয়া হতাহতদের খোঁজার চেষ্টা করছি।

তিনি বলেন, আমার ২৫ জন জাহাজ নিয়ে খুঁজতে চলছি। এটি অনেক দূরবর্তী হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আমরা ৩৮০ মিটার গভীরতা পর্যন্ত যেতে পারছি।

জাতীয় উদ্ধারকারী দলের প্রধান মুহাম্মদ সোয়াঙ্গী বলেন, প্রথম টিমটি খারাপ আবহাওয়ার কারণে ৫০ মিটার গভীরতা পর্যন্ত যেতে পেরেছে, তাতেই সব কিছু বরফ হয়ে যাচ্ছে।