প্রচ্ছদ আর্ন্তজাতিক ইউরোপে রমজান শুরু

ইউরোপে রমজান শুরু

দরজায় কড়া নাড়ছে রহমত-মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান। ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, পর্তুগাল, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে আজ রবিবার তারাবিহ সালাত ও শেষ রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে সিয়াম সাধনা শুরু হচ্ছে।

এবার গ্রীষ্মকালীন সময়ে ইউরোপে রমজান শুরু হওয়ায় ১৭ থেকে ১৮ ঘণ্টা রোজা রাখতে হবে ইউরোপের মুসলিমদের।

এদিকে, ইফতার এবং মাগরিবের নামাজ শেষ করে রাত ১১টায় ইশার নামাজ শুরু হয়ে তারাবিহ শেষ করতে কোনো কোনো রাত প্রায় একটা বাজবে। আবার রাত ৪টায় তাহাজ্জুদের জামাত আদায় করে লম্বা সময়ে সিয়াম আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টায় থাকবেন ইউরোপের ধর্মপ্রাণ মুসলিমরা।

রমজানকে সামনে রেখে দেশে একশ্রেণির অসাধু ব্যবসায়ীকে দ্রব্যমূল্য বৃদ্ধির পাঁয়তারা করতে দেখা যায়। কিন্তু ফ্রান্সে ক্যারিফোর, ইন্টারমাসের মত  আন্তর্জাতিক চেইন সপগুলোতে রমজান স্পেশাল নামে বিশাল মূল্যছাড় দেখা যায়।