প্রচ্ছদ হেড লাইন আরো ৪ জেলার ৭ এলাকা রেড জোন, সাধারণ ছুটি

আরো ৪ জেলার ৭ এলাকা রেড জোন, সাধারণ ছুটি

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাভাইরাসের (কোভিড-১৯) অতি ঝুঁকিতে থাকা দেশের ৪ জেলার ৭টি এলাকাকে রেড জোন ঘোষণা করেছে সরকার। এসব এলাকায় সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জের ৭টি রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে।

এর আগে গত রোববার মধ্যরাতে ১০ জেলার ২৭টি এলাকা ও পরের দিন সোমবার ৫ জেলার ১২ এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এলাকাগুলো হলো-কক্সবাজার পৌরসভা, টেকনাফ পৌরসভা, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২,৫,৬ ও ৯ নং ওয়ার্ড; রত্মপালং ইউনিয়নের কোটবাড়ি বাজার, পালংখালী ইউনিয়নের বালুখালী ও থাইংখালী বাজার। এসব এলাকা আজ বুধবার (২৪ জুন) থেকে ১১ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

মাগুরা জেলার ঢাকা-ঝিনাইদহ-মেহেরপুর মহাসড়ক সংলগ্ন মাগুড়া পৌরসভাধীন একতা কাঁচাবাজার এবং ভায়না মোড়ের দক্ষিণে ৪ নং ওয়ার্ডের খানপাড়া এবং পিটিআই পাড়া এলাকায় বুধবার থেকে ১১ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

খুলনা সিটি করপোরেশনের ১৭ ও ২৪ নং ওয়ার্ড; রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন ২৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এছাড়া হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাহুবল ইউনিয়ন বুধবার থেকে ৯ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।