প্রচ্ছদ আর্ন্তজাতিক আমেরিকার সুন্দরী প্রতিযোগিতায় কৃষ্ণাঙ্গ নারীদের ইতিহাস

আমেরিকার সুন্দরী প্রতিযোগিতায় কৃষ্ণাঙ্গ নারীদের ইতিহাস

প্রথমবারের মতো আমেরিকার সবচেয়ে আলোচিত সুন্দরী প্রতিযোগিতা মিস ইউএসএ, মিস টিন ইউএসএ ও মিস আমেরিকাতে সেরার খেতাব জিতে নিয়েছে কৃষ্ণাঙ্গ নারীরা। একই বছরের তিন বিভাগেই কৃষ্ণাঙ্গ নারীদের সেরা হওয়ার নজির এই প্রথম।

বৃহস্পতিবার চেসলি ক্রাইস্টকে মিস ইউএসএর মুকুট পরিয়ে দেয়া হয়। এ বছর মিস টিন ইউএসএ নির্বাচিত হয়েছেন কালিয়েহ গ্যারিস ও মিস আমেরিকা নির্বাচিত হয়েছেন নিয়া ফ্রাঙ্কলিন।

একসময় এসব সুন্দরীর প্রতিযোগিতায় কৃষ্ণাঙ্গ নারীরা অংশই নিতে পারতেন না। পরে কর্তৃপক্ষ তাদের নিয়মে পরিবর্তন আনে। তবে এরপরও কৃষ্ণাঙ্গদের খুব একটা অংশগ্রহণ ছিল না এসব আসরে।

১৯৮৩ সালের প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মিস আমেরিকা খেতাব জিতেছিলেন ভেনেসা উইলিয়ামস। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ১৯৯০ সালে মিস ইউএসএ’র খেতাব জিতেন ক্যারোল এনি ম্যারি গিস্ট। ১৯৯১ সালে কৃষ্ণাঙ্গ নারী হিসেবে প্রথম মিস টিন ইউএসএ জিতেন জ্যানেল বিশপ।

সূত্র: সিএনএন