প্রচ্ছদ হেড লাইন ‘চিকিৎসকরা চেম্বার ও সেবা বন্ধ রাখবেন না’

‘চিকিৎসকরা চেম্বার ও সেবা বন্ধ রাখবেন না’

অনেক চিকিৎসকরা সেবা দিচ্ছেন না এবং তাদের চেম্বার বন্ধ রেখেছেন বলে অভিযোগ এসেছে। সেসব চিকিৎসকদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাবার অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৩০ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। এ ব্রিফিং আয়োজন করেছে সরকারের রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

তিনি বলেন, কিছু স্থানে বেসরকারি মেডিকেল সেন্টার ও চেম্বার বন্ধ রেখেছেন। তাদেরকে এ দুর্যোগে সেবা অব্যাহত রাখার কথা বলেন।

ইতোমধ্যে ১১টি ল্যাব কাজ করছে। আর ১৭টি ল্যাব স্থাপন করা হবে। দেশের সব হাসপাতালে পিপিই সরবরাহ করা হবে বলে জানান মন্ত্রী।