প্রচ্ছদ আর্ন্তজাতিক আমরা বঙ্গবন্ধু ভবন করতে চাই: মমতা

আমরা বঙ্গবন্ধু ভবন করতে চাই: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধু ভবন করতে চাই’।

তিনি আরও বলেন, ১৯৭১ সাল থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক শুরু হয়েছে। এই বন্ধুত্ কখনো শেষ হবে না।

এর আগে কলকাতায় বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে এক মঞ্চে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (২৫ মে) সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দু’দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গের পথে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শান্তিনিকেতনের পূর্বপল্লিতে নির্মিত বাংলাদেশ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য। সমাবর্তন ও ভবন উদ্বোধন অনুষ্ঠান দু’টিকে ঘিরে বিশ্বভারতী ও শান্তিনিকেতনকে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে।