প্রচ্ছদ খেলাধুলা আবারো আড়ালেই থাকলেন জয়ের নায়ক মাহমুদুল্লাহ

আবারো আড়ালেই থাকলেন জয়ের নায়ক মাহমুদুল্লাহ

মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের ক্রিকেটে সাইলেন্ট কিলার হিসেবেই খ্যাত এ অলরাউন্ডার। তাকে সাইলেন্ট কিলার বলা হয় এ কারণে যে তিনি প্রতিপক্ষের বোলারদের ওপর হঠাৎ করে চড়াও হয়ে নীরবে চার-ছক্কার ফুলঝুড়ি ছিটিয়ে থাকেন। ব্যতিক্রম ছিলেন না ওয়ার্নার পার্কেও। গতরাতে বাংলাদেশের ইনিংসে সবচেয়ে কার্যকরী ইনিংসটি খেলেছেন মাহমুদুল্লাহ। ৪৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কার মারে খেলেছেন ৬৭ রানের ম্যাচ জয়ী ইনিংস। বলতে পারেন শেষ দিকে মাহমুদুল্লাহ’র ঝড়ো ব্যাটিংয়ে ভর করেই ৩০০ রানের গণ্ডি স্পর্শ করে বাংলাদেশ।

যদিও তামিমের সেঞ্চুরির কাছে ম্রিয়মান হয়ে গেছে মাহমুদুল্লাহ’র ইনিংসটি। তাই ম্যাচ সেরার পুরস্কারটা ওঠেছে অবধারিতভাবেই তামিমের হাতে। এতে অবশ্য আফসোস নেই মাহমুদুল্লাহ’র কারণ দল জিতেছে সেটাই বড় পাওয়া। পুরস্কার কে পেল না পেল তা নিয়ে ভাবার সময় কোথায়।

তবে বাংলাদেশের অধিকাংশ রোমাঞ্চকর জয়ের নায়ক মাহমুদুল্লাহ। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ বলে ছক্কা মেরে জয় উপহার। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরিতে মহাকাব্যিক জয়। বিশ্বকাপের মতো বড় আসরে দুই সেঞ্চুরি তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তবে বেশিরভাগ ম্যাচেই গুরুত্বপূর্ণ অবদান রেখেও আড়ালে থাকেন এ অলরাউন্ডার। তাই ভক্তরা তো তাকে আড়ালে থাকা এক জয়ের নায়ক হিসেবেই চেনেন মাহমুদুল্লাহকে।