প্রচ্ছদ আর্ন্তজাতিক আফগানিস্থানে সোনার খনিতে ধস, নিহত ৩০

আফগানিস্থানে সোনার খনিতে ধস, নিহত ৩০

আফগানিস্থানের বাদাখস্তান প্রদেশের কোহিস্তান জেলায় সোনার খনিতে ধস নেমে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জন খনি শ্রমিকের। আহত হয়েছেন সাতজন। বাদখস্তান প্রদেশের গভর্নর মহম্মদ রুস্তম জানিয়েছেন, পাকিস্তান-তাজাখস্তান এবং চীনের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের এই প্রদেশের বাসিন্দাদের মূল জীবিকা সোনার খনির সঙ্গে জড়িত।

কোনো রকম আইনি অনুমতি ছাড়াই এখানে সোনা খননের কাজ চলে। গ্রামবাসীরা নিজেরাই নদী তটে ৬০ মিটার গভীর পর্যন্ত খনন করে ফেলেছিলেন। আচমকা মাটি ধসে পড়ে। তিনি জানিয়েছেন যারা খনন কাজ চালাচ্ছিল তারা সকলেই অনভিজ্ঞ। কোনো রকম প্রশিক্ষণ তাদের কাছে নেই। সাধারণ সরঞ্জাম দিয়েই খনন করা হয় সোনার খনিগুলি।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্র সেখানে উদ্ধারকারীদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গভর্নরের মুখপাত্র নিক মহম্মদ নাজারি। গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগী হয়ে মরদেহ উদ্ধার করতে শুরু করেছেন। শীতকালে প্রবল ঠাণ্ডা এবং তুষারপাতের কারণে প্রথম থেকেই এই এলাকায় ধস প্রবণ হয়ে থাকে। এই পরস্থিতিতে উদ্ধারকাজ করাও বিপজ্জনক বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।