প্রচ্ছদ আর্ন্তজাতিক আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নির্বাচনী প্রার্থীসহ নিহত ৮

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নির্বাচনী প্রার্থীসহ নিহত ৮

আফগানিস্তানের হেলমান্ড প্রদেশে এক নির্বাচনী বৈঠকে আত্মঘাতী বোমারুর হামলায় এক নির্বাচনী প্রার্থীসহ অন্তত আট জন নিহত হয়েছেন। এ কথা জানিয়েছে এক প্রাদেশিক কর্মকর্তা।

মঙ্গলবার হেলমান্ডের রাজধানী লস্কর গাহ’তে নিজের বাড়ির সামনে বৈঠকের আয়োজন করেছিলেন আসন্ন নির্বাচনের প্রার্থী সালেহ মোহাম্মদ আচেকজাই। ওই বৈঠকে হামলা চালিয়েছে এক আত্মঘাতী বোমারু।

২৮ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়। এরপর থেকে ইতিমধ্যে দু’টি আত্মঘাতী হামলা হয়েছে। আগামী ২০ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জঙ্গি রাজনৈতিক দল তালিবান এই নির্বাচন বর্জনের আহবান জানিয়েছে।

নির্বাচনে ২৪৯ আসনের জন্য প্রতিযোগিতায় নামছেন ২,৫৬৫ জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৪১৭ জন। -আল জাজিরা