প্রচ্ছদ আজকের সেরা সংবাদ আজ থেকে ২২ দিন ইলিশ ধরা, মজুদ ও বিক্রি নিষিদ্ধ

আজ থেকে ২২ দিন ইলিশ ধরা, মজুদ ও বিক্রি নিষিদ্ধ

 প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণে আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করে।

আদেশে বলা হয়, প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট ১৯৫০ অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ১-২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রি নিষিদ্ধ করা হলো।

সরকারের এ আদেশ অমান্য করে ইলিশ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এদিকে অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা দেখতে জেলা ও উপজেলা প্রশাসন এবং নৌবাহিনী, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগে প্রজনন মৌসুমে ১৫ দিন ইলিশ মাছ ধরা বন্ধ রাখা হতো। ২০১৬ সাল থেকে সময় ৭ দিন বাড়িয়ে ২২ দিন করা হয়।