প্রচ্ছদ আজকের সেরা সংবাদ আজকের মধ্যে ছয় এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

আজকের মধ্যে ছয় এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

উপজেলা নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগে আজ শুক্রবারের মধ্যে সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-২, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-৩, হবিগঞ্জ-৩ ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হয়েছে। এসব নির্বাচনী এলাকায় প্রচার শেষ হচ্ছে আজ শুক্রবার মধ্যরাতে।

স্থানীয় সরকারের এ নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ইসির সহকারী পরিচালক আশাদুল হক জানান, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেন গুপ্তা, কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ আসনের এমএ মতিন, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির ও লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেনকে ৮ মার্চের মধ্যে সংশ্লিষ্ট এলাকা ত্যাগের জন্য চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত ১০ মার্চ পাঁচ ধাপের প্রথম ধাপে ৮৩ উপজেলায় ভোটগ্রহণ। দেশের ৪৯২ উপজেলার মধ্যে দ্বিতীয় ধাপে ১২৪, তৃতীয় ধাপে ১২৭ ও চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট হবে।