প্রচ্ছদ আর্ন্তজাতিক অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন হলে ইরান শক্ত জবাব দেবে

অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন হলে ইরান শক্ত জবাব দেবে

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন হলে তার শক্ত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মুসাভি বলেন, তেহরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে ইরান যথোপোযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে এবং এর বিরুদ্ধে কঠোর জবাব দেবে। পরিস্থিতি এখন কোন দিকে গড়ায় তা দেখার জন্য তেহরান অপেক্ষায় আছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুসাভি আরও বলেন, আমেরিকার কোনও নৈতিক অধিকার নেই ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার। কারণ ওয়াশিংটন আন্তর্জাতিক পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং এ সমঝোতার কোনও ধারা বাস্তবায়নের ব্যাপারে তারা কখনই প্রতিশ্রুতিবদ্ধ ছিল না।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি দাবি করেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের অংশীদার এবং এর ভিত্তিতে ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের দাবি জানাতে পারে।