প্রচ্ছদ খেলাধুলা অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত সরফরাজের

অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত সরফরাজের

সময়টা মোটেও ভালো যাচ্ছে না টিম পাকিস্তানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে সরফরাজ আহমেদের দল। টেস্টে টানা ব্যর্থতায় সরফরাজের অধিনায়কত্ব নিয়ে উঠছে প্রশ্ন। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পরও তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তারই জের ধরে অধিনায়কত্ব এবার ছাড়ার ইঙ্গিত দিলেন সরফরাজ।

২৬ ডিসেম্বর থেকে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফরে তিনি অধিনায়ক থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে সরফরাজ বলেন, ‘দল যখন এরকম পারফরম্যান্স করে তখন অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠবে স্বাভাবিক। নতুন করে আমার ভূমিকা নিয়ে ভাবতে হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘দেখা যাক কি হয়। দক্ষিণ আফ্রিকা সফর আমাদের জন্য কঠিন হবে। এই মুহূর্তে আমি যদি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি তাহলে পারফরম্যান্সে প্রভাব পড়বে। আমার সিদ্ধান্তের ভুলে কিংবা আমার কারণেই যদি দলের পারফরম্যান্স এমন হয়ে থাকে তাহলে আমাকে চিন্তা করতে হবে। আমার থেকে ভালো যদি কেউ থেকে থাকে অবশ্যই তাকে টেস্ট অধিনায়ক করা উচিত।’