প্রচ্ছদ সারাদেশ বরিশাল বিভাগ তালতলীতে অসহয় পরিবারের ৭৫০০কেজি চাল লুট

তালতলীতে অসহয় পরিবারের ৭৫০০কেজি চাল লুট

কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনা জেলা প্রতিনিধিঃবরগুনা জেলার তালতলী উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে সরকারের দেয়া বিশেষ বরাদ্দের চাল বিতরণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নে দুস্থদের মাঝে বিনা মূল্যে ঈদুল আজহার বিশেষ বরাদ্দের চাল বিতরণ শুরু হয়। সরকারি নিয়মানুযায়ী এ বছর জনপ্রতি ২০ কেজি করে চাল দেয়ার নির্দেশ রয়েছে। উপজেলার শারিকখালী ইউনিয়নের ১৪৬০পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করার কথা থাকলে। বিতরণকালে সরেজমিন দেখা যায় ভিন্ন চিত্র।
স্থানীয় সুবিধাবঞ্চিত লোকজনের অভিযোগ, ২০কেজির স্থলে প্রত্যেক সুবিধাভোগী সদস্যকে ১৪ থেকে ১৫কেজি চাল বিতরণ করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের ভেতর থেকে চাল নিয়ে আসা ভুক্তভোগী সদস্যরা এমন বিভিন্ন অভিযোগ করেন এ বিষয় সাংবাদিকরা ইউপি সদস্যদের কাছে জানতে চাইলে তারা সাংবাদিক দের উৎকোচ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে ব্যার্থহয় .খাদ্যগুদামের অসিলিটি জনাব নেছার উদ্দিন বলেন আমার কাছ থেকে শারিক খালীর ইউপি সদস্য ফারুক খান ডিউ লেটার বাবদ ২৯ টন চাল নিয়ে গেছে প্রতি বস্তায় চাল কতএ কেজি রয়েছে জানতে চাইলে তিনি বলেন গড় প্রতি বস্তায়৩০ কেজি৫০০ গ্রাম রয়েছে ।অনিয়মের বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারজানা রহমানকে মুঠোফোনে অনিয়মের বিষয় জানালে তিনি জানান, আমি বিষয়টা দেখিতেছি পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠো ফোনে জানান চেয়ারম্যানকে ফোনে অনিয়মের কথা জানতে চেয়েছি তিনি অনিয়মের বিষয় অস্বীকার করেছে তারপর ও আমি ওখানে আমার লোক পাঠিয়েছি যদি কোন অনিয়মের খবর পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।