প্রচ্ছদ জাতীয় শেখ হাসিনার সময়ে গণমাধ্যমের বিকাশ ঘটেছে: হাছান মাহমুদ

শেখ হাসিনার সময়ে গণমাধ্যমের বিকাশ ঘটেছে: হাছান মাহমুদ

নতুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দায়িত্ব নিয়েই প্রতিক্রিয়ায় বলেছেন, শেখ হাসিনার সময়ে গণমাধ্যমের বিকাশ ঘটেছে। তাছাড়া টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে শেখ হাসিনা সময়েই। তবে আমরা জানি- অনেক ভুয়া অনলাইন কিছু উল্টা-পাল্টা তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। অনেকের চরিত্র হননের চেষ্টা করছে তারা। আমরা আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা নিয়ে এগুলো মোকাবিলা করবো।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে প্রথম বসেই তিনি সাংবাদিকদের এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

হাছান মাহমুদ বলেন, আগামীতে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার জন্য আমরা যে কাজ করে যাচ্ছি। যে ভিশন নিয়েছি। শেখা হাসিনার নেতৃত্বে সেটা আমরা বাস্তবায়ন করবো। আর সেজন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা গণমাধ্যমের সহযোগিতা চাই।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দিন বদল হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এক সময় বাংলাদেশের নাম লেখা হতো অন্যতম দরিদ্র দেশ হিসেবে। আজ সেই সুযোগ আর নেই। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ।