প্রচ্ছদ আর্ন্তজাতিক খাশোগি হত্যা; ১৭ সৌদির ওপর কানাডার নিষেধাজ্ঞা

খাশোগি হত্যা; ১৭ সৌদির ওপর কানাডার নিষেধাজ্ঞা

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে অভিযুক্ত ১৭ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। বৃহস্পতিবার ওই নিষেধাজ্ঞায় বলা হয় অভিযুক্তদের নামে যদি কোনও কানাডিয়ান সম্পত্তি থাকে, তবে তা ফ্রিজ করা হবে। জি-২০ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে পোঁছে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সাংবাদিকদের এসব কথা জানান বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম সিবিসি।

এই ১৭ জনের মধ্যে আছেন খাশোগি হত্যার দায়ে অভিযুক্ত ১৪ সৌদি নাগরিক, দেশটির সরকারের সিনিয়র কর্মকর্তা সৌদ আল-কাহতানি, তার অধীনস্থ কর্মকর্তা মাহের মুতরেব এবং সৌদি কনসাল জেনারেল মোহাম্মেদ আলোতাইবি।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সরকারের পরিষ্কার বক্তব্য হলো, এই ১৭ জন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাকাণ্ডে জড়িত। তাই আমরা আত্মবিশ্বাসের সঙ্গেই তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর পদক্ষেপ নিয়েছি।

এই সময়ে দেশটির কাছে কোনও অস্ত্র বিক্রি করা হবে না বলেও উল্লেখ করেন তিনি।