প্রচ্ছদ আর্ন্তজাতিক ইউক্রেনে রাশিয়ার পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা

ইউক্রেনে রাশিয়ার পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা

ইউক্রেনে রাশিয়ার পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। রাশিয়া ইউক্রেনে স্থলবাহিনী দিয়ে হামলা চালাতে পারে, এ আশঙ্কায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পোরোশেঙ্কো শুক্রবার জানান, ইউক্রেনে সামরিক আইন বলবৎ অবস্থায় দেশটিতে রাশিয়ার ১৬ থেকে ৬০ বছর বয়সি পুরুষরা প্রবেশ করতে পারবে না। তবে ‘মানবিক কারণে’ যেমন, কেউ শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে চাইলে এর ব্যতিক্রম ঘটবে বলে জানান পোরোশেঙ্কো।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, রাশিয়ার ছদ্মবেশী সেনারা যেন ইউক্রেনে ঢুকতে না পারে সেজন্য দেশটির পুরুষদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রাশিয়া কর্তৃক আজভ সাগরে ইউক্রেনের তিনটি জাহাজ জব্দ ও দেশটির তিন নাবিককে গুলিবিদ্ধসহ ২০ নাবিককে আটকের পর দেশে এক মাসের সামরিক আইন জারি করেছে ইউক্রেনীয় সংসদ।

আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত রাশিয়ার সাথে সীমান্তবর্তী ১০ অঞ্চলে এই মার্শাল ল বা সামরিক আইন বলবৎ থাকবে।

ইউক্রেন জানিয়েছে, আজভ সাগরে ইউক্রেনের নাবিকদের আটকের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে রাশিয়া। তবে রাশিয়ার দাবি, ছোট দুটি যুদ্ধজাহাজসহ ইউক্রেনের ওই তিনটি জাহাজ অবৈধভাবে রাশিয়ার জলসীমায় প্রবেশ করেছিল।

২০১৪ সালে রাশিয়া ইউক্রেন থেকে ক্রিমিয়া দখলে নেওয়ার পর এটিই ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ।

তথ্য : বিবিসি