প্রচ্ছদ রাজনীতি খালেদা সত্যিকারের অসুস্থ হলে চিকিৎসা ঠিকই নিতেন: কামরুল

খালেদা সত্যিকারের অসুস্থ হলে চিকিৎসা ঠিকই নিতেন: কামরুল

সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার (১৯ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

একই অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি না করে বিএনপিকে আগামী নির্বাচন সামনে রেখে কাজ করার আহ্বান জানান।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে অপশক্তি এখনও বিদ্যমান। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেই পাকিস্তানের প্রেতাত্মা, অপশক্তিরা বাংলাদেশের রাজনীতিতে এখনও রয়ে গেছে। এদের আমরা রাজনীতি থেকে বিতাড়িত করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। অপশক্তি দূর করতে না পারলে সুস্থ রাজনীতি করা সম্ভব হবে না। গণতন্ত্রের জন্য হলেও এই অপশক্তি দূর করতে হবে।’

কামরুল ইসলাম আরো বলেন, ‘শেখ হাসিনা আমাদের শক্তি। তিনি আমাদের শক্তি সঞ্চয় করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আমাদের সকল সুখের উৎস প্রধানমন্ত্রী।’

এসময় তিনি আরো বলেন, ‘আজকে খালেদা জিয়া অসুস্থ অথচ তিনি চিকিৎসা নিচ্ছেন না। একজন ব্যক্তি অসুস্থ হলে চিকিৎসা কেন নিবেন না? একজন জেনারেলের স্ত্রী হিসেবে সিএমএইচ এ চিকিৎসা নিয়ে তিনি অভ্যস্ত। কিন্তু তিনি তা নিবেন না। খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। এটা একটা মিথ্যাচার, বোঝা যাচ্ছে। তিনি সত্যিকারের অসুস্থ হলে চিকিৎসা ঠিকই নিতেন।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘ফখরুল আহমেদ বলেছেন, খালেদা জিয়া প্যারালাইসের দিকে চলে যাচ্ছেন। একজন প্যারালাইসের রোগী কিভাবে চিকিৎসা না নিয়ে থাকে। অসুস্থ না হয়ে এরকম মিথ্যাচার না করাই ভালো। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।’