প্রচ্ছদ অন্যরকম ক্ষমা চেয়ে চোরের চিঠি

ক্ষমা চেয়ে চোরের চিঠি

চোরের কাজ চুরি করা; ক্ষমা চাওয়ার প্রশ্ন তো ওঠারই কথা না! তবে কি ভুলে ঘটেছে এমন ঘটনা! না! মোটেও তা নয়। সাধারণত যা ঘটেনা সে রকম এক ঘটনাই ঘটেছে ভারতের কেরালায়।

ভুলে নয়; জেনে বুঝেই চুরি করার পর আরও বোধ হয় জেনে বুঝে চুরির মাল ফেরত দিয়েছে এক চোর! সাথে দিয়ে গেছে একটি চিঠিও! সেই চিঠিতেই বেশ আবেগঘন ভাষায় ক্ষমাও চেয়েছে সে।

এনডিটিভি জানায়, বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন কেরালার আম্বালাপুজার একটি বাড়ির সদস্যরা। সেই সুযোগে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে এক চোর।

এর পর একে একে আলমারিসহ বিভিন্ন আসবাব তছনছ করে স্বর্ণের গহনাসহ বেশকিছু মূল্যবান জিনিসিপত্র নিয়ে সটকে পড়ে সে। চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে স্বর্ণের আংটি, কানের দুলও ছিল।

পরিবারের সদস্যরা বাড়ি ফেরার পরই ধরে পড়ে ঘটনা। সাথে সাথেই পুলিশকে জানানো হয়। তদন্ত শুরু করে পুলিশ।

তবে পুলিশকে এ নিয়ে আর বেশি কষ্ট করতে হয়নি। দুই দিনের মধ্যেই চুরির মাল ফেরত দিয়ে যায় চোর। সাথে দিয়ে যায় একটি চিঠিও।

চুরি হওয়া গহনার সাথে ফেলে যাওয়া চিঠিতে লেখা ছিল, ‘দয়া করে আমাকে গেফতার করবেন না। আমাকে ক্ষমা করে দিন। আমি দুঃখিত। খুব খারাপ অবস্থার মধ্যে পড়েই আমাকে চুরির আশ্রয় নিতে হয়েছিল।’