প্রচ্ছদ আজকের সেরা সংবাদ আইনের শাসন ও গণতন্ত্র একে অপরের পরিপূরক : প্রধান বিচারপতি

আইনের শাসন ও গণতন্ত্র একে অপরের পরিপূরক : প্রধান বিচারপতি

সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া ॥ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইনের শাসন ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। একটি শোষণ মুক্ত রাষ্ট্র গঠণ আমাদের দায়িত্ব। আমাদের সম্পদ সীমিত হতে পারে কিন্তু হৃদয় প্রশস্ত। ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন, কুষ্টিয়া এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আবু বকর সিদ্দিকী, আবু জাফর সিদ্দিকী, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান, সেলিম আলতাফ জর্জ, সৈয়দা রাশেদা বেগম, সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল, জেলা প্রশসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, পিপি এ্যাডঃ অনুপ কুমার নন্দী প্রমুখ।