প্রচ্ছদ আইন আদালত মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনলাইনে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনলাইনে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনলাইনে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে।এবিষয়ে গত সোমবার উপজেলার মোল্লাকান্দি গ্রামের আলী আহম্মেদের ছেলে ভুক্তভোগী মো. পারভেজ (২৯) সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে বাদীর সাথে আমেরিকার নাগরিক পরিচয় দিয়ে একটি পার্সেল বাংলাদেশে আসবে বলিয়া জানায়। সরল বিশ্বাসে বিবাদীর সকল কথা শুনে গত ৩ জুন দুপুর অনুমান ১২ ঘটিকার সময় সিরাজদিখান থানাধীন বালুরচর ইউনিয়নের অন্তর্গত মোল্লাকান্দি বালুরচর বাজারের ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং থেকে অজ্ঞাতনামা বিবাদী “সোহাগ শেখ, যাহার এ্যাকাউন্ট নম্বর-২০৫০৬০৬০২০০২৫৫১১৩ বাদী ১,৬৫,০০০ (এক লক্ষ পয়ষট্টি হাজার) টাকা পাঠিয়ে দেন। পরবর্তীতে বাদীর নিকট হতে আরও একলক্ষ টাকা দাবী করিতেছে।

আরও জানা যায়, অজ্ঞাতনামা বিবাদীর নিকট একাধিক বার উল্লেখিত টাকা ফেরত চাইতে গেলে দেব দিচ্ছি বলিয়া প্রতারণা পূর্বক বাদীকে ঘুরাইতেছে এবং টাকা চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ খুন জখমের হুমকী দেয়।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।