প্রচ্ছদ প্রচ্ছদ

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আসিম জাওয়াদের মা

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদের পরিবার।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় গণভবনে গিয়ে সাক্ষাৎ করেন তারা। এ সময় আসিম জাওয়াদের বাবা মো. আমান উল্লাহ, মা নিলুফার আক্তার, স্ত্রী রিফাত আন্তোরা, কন্যা আয়েজা ও পুত্র আয়াজ উপস্থিত ছিলেন।

এ সময় জাওয়াদের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পরেন। প্রধানমন্ত্রী তাকে ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৯ মে চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হোন পাইলট জাওয়াদ। পরে ওইদিন দুপুর সাড় ১২টার দিকে বানৌজা ঈসা খাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পতিত হয়।

একটি ভিডিওতে দেখা যায়, প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাস্যুট দিয়ে নেমে যান। এক পর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়

প্রসঙ্গত, ১৯৯২ সালের ২০ মার্চ আসিম জাওয়াদ জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে তিনি ঢাকার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি এবং ২০০৯ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১০ সালের ১০ জানুয়ারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং ২০১১ সালের ১ ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার প্রাপ্তিসহ জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন।

চাকরিকালীন আসিম জাওয়াদ দেশ-বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এভিয়েশন ইন্সট্রাক্টর্স পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। এ ছাড়া তিনি চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, ভারত থেকে অপারেশনাল ট্রেনিং ইন এভিয়েশন মেডিসিন ফর ফাইটার পাইলটস কোর্স, বেসিক এয়ার স্টাফ কোর্স ও কোয়ালিফায়েড ফ্লাইং ইন্সট্রাক্টর্স কোর্স সম্পন্ন করেন। তিনি পেশাদারি দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘মফিজ ট্রফি’, ‘বিমানবাহিনী প্রধান ট্রফি’ ও বিমানবাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। এ ছাড়া ভারতীয় বিমান বাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইন্ডিয়ান এয়ার অর্জন করেন।

মানিকগঞ্জে সান লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের টাকা না দেওয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :
মানিকগঞ্জে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের তাকাফুল প্রকল্পের টাকার মেয়াদ ৪/৫ বছর উত্তীর্ণ হয়ে গেলেও গ্রাহকদের টাকা না দেওয়ায় মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক আলেয়া বেগম, শাহিনুর রহমান, মো. কাদের, সুচিত্র দাস, কামাল হোসেন, মুন্নু মিয়া প্রমুখ।
এসময় ভূক্তভোগী গ্রাহকরা জানান, ইন্স্যুরেন্সের টাকা দেওয়ার মেয়াদ শেষ হয়েছে ৪ থেকে ৫ বছর আগে। এখন পর্যন্ত সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গ্রাহদের জমানো কোন টাকা ফেরত দেয়নি। এভাবে বছরের পর বছর অফিসে ঘুরে এর কোন প্রতিকার পাননি গ্রাহকরা।
ভূক্তভোগীরা অবিলম্বে তাদের জমাকৃত ইন্সুরেন্সের টাকা ফেরত দিতে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর নিকট জোর দাবী জানান।
বক্তব্যে সদর উপজেলার মত্ত ডাকুয়াপাড়ার নুর আহম্মদ শিকদারের স্ত্রী আলেয়া বেগম বলেন, ইন্স্যুরেন্সের টাকা দেওয়ার মেয়াদ শেষ হয়েছে ৪ থেকে ৫ বছর হলো। এখন পর্যন্ত আমার একটা টাকাও দিলো না। আমি মাটি কেটে ২ লাখ ৭২ হাজার টাকা সান লাইফ ইন্স্যুরেন্সে দিয়েছি। এক বেলা না খেয়ে। আমার অনেক কষ্টের টাকা। ভেবেছিলাম টাকাগুলো পেলে বাড়িতে একটা ঘর দেবো। কিন্তু তারা টাকা দিচ্ছে না।
গ্রাহক শাহিনুর রহমান বলেন, আমার ইন্স্যুরেন্সের টাকার দেওয়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সান লাইফ ইন্স্যুরেন্সের অফিসে গেলে শুধু বলে কয়েক দিনের মধ্যে আপনাদের টাকা দিয়ে দিব। আবার চেক দিয়ে বলে ১/২ মাস পরে এই চেক ব্যংকে জামা দিয়ে টাকা উঠিয়ে নিয়েন। কিছুদিন পরে বলে এই চেক দিয়ে টাকা পাবেন না। চেক আবার ফেরত নিয়ে যায়। এভাবেই ৫ বছর ধরে ঘুরছি টাকা জন্য।
এ বিষয়ে মানিকগঞ্জের বাসস্ট্যান্ডের জিইএম (জেম) টাওয়ারের সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের তাকাফুল প্রকল্পের এডিএম অজিত চন্দ্র দাস বলেন, আমার অধীনে ৩শ জন গ্রাহক রয়েছে। এদের মধ্যে ৪৫ জনকে চেক দেওয়া হয়েছিলে। সেই চেকগুলো জাতীয় নির্বাচনের আগে গ্রাহকদের নিকট হতে ফেরত নেওয়া হয় কর্তৃপক্ষের নির্দেশে। কর্তৃপক্ষ চেকগুলো ফেরত নেওয়ার পরে আজ পর্যন্ত গ্রাহকদের নতুন কোনো চেক বা টাকা ফেরতের ব্যাপারে কোনো নির্দেশনা পাইনি। তবে তিনি গ্রাহদের ভোগান্তির কথা স্বীকার করেছেন।

মানিকগঞ্জে বনফুলে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

বনফুলের কেকের গায়ে মেয়াদ, মিষ্টির ট্রেতে মূল্য লেখা ছিল না। পণ্য নিয়ে এমন ‘লুকোচুরির’ জন্য মানিকগঞ্জ শহরের জিন্নত প্লাজায় বনফুলের শাখাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

আজ মঙ্গলবার (১৪ মে) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি’র নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মানিকগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আসাদুজ্জামান রুমেল সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৮ই মে শহরের পোড়রা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের একটি ট্রেনিং এ সকালের নাস্তা হিসেবে বনফুল থেকে স্যান্ডউইচ নেন তারা। সেই স্যান্ডউইচ খাবার পরে থেকেই পেট ব্যাথা, ডায়রিয়া,বমি সহ নানাবিধ ফুড পয়জনিং আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ব্যাক্তি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ব্যাক্তিরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঢাকায় এলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

নিউজ ডেক্স : তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলংকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছেন।

ডোলান্ড লুর তিন দিনের এই সফরে মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। পররাষ্ট্রমন্ত্রী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হতে পারে। মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বসার কথা রয়েছে। যেখানে আলোচনা হতে পারে জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার, বাণিজ্য ও বিনিয়োগসহ অন্যান্য বিষয়।

এ ছাড়া মঙ্গলবার রাতে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশগ্রহণ করতে পারেন।

ভারত ও শ্রীলংকা হয়ে বাংলাদেশ সফরে এসেছেন ডোনাল্ড লু। গত শুক্রবার থেকে লুর ছয় দিনের সফরের তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, ১০ থেকে ১৫ মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু। তার এ সফরের মধ্য দিয়ে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্র যে একটি মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায়, ডোনাল্ড লুর সফরে সেটিই গুরুত্ব পাবে।

গত বছরের জুলাইয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। তখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন।

ধর্ম নিয়ে কটূক্তি, জবি শিক্ষার্থীর ৫ বছরের কারাদণ্ড

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (সাময়িক বহিষ্কৃত) তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৩ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০২০ সালের ৫ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের একজন শিক্ষার্থী। তিনি ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর নরসিংদীর মাধবদীর পাঁচদোনায় স্বামীর এক দূরসম্পর্কীয় আত্মীয়ের বাড়ি থেকে তিথি সরকারকে এবং তার স্বামী শিপলু মল্লিককে রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখা বেআইনি : হাইকোর্ট

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

কোনো ফাঁসির আসামিকে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে নেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৩ মে) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে রায়ে আদালত জেলকোডের ৯৮০ বিধি অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে, ২০২১ সালের ২ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিন কয়েদি। ওই রিট শুনানি করে ২০২২ সালের ৫ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট।

এরপর গত বছরের ৫ এপ্রিল মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দি রাখা কেন বেআইনি হবে না এবং কেন জেলকোডের ৯৮০ বিধি অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই বছরের ১২ ডিসেম্বর এই মর্মে জারি করা রুলের শুনানি শেষ হয়।

রিট আবেদনকারী হলেন চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে থাকা সাতকানিয়ার জিল্লুর রহমান, সিলেট কারাগারে থাকা সুনামগঞ্জের আব্দুর বশির ও কুমিল্লা কারাগারে থাকা খাগড়াছড়ির শাহ আলম।

সে সময় অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পর তাৎক্ষণিক সাজা কার্যকর করার আইনগত বিধান নেই। এ জন্য ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হয়।

তিনি আরও বলেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের সুযোগ রয়েছে। এসব প্রক্রিয়া শেষ করতে ১০ থেকে ১২ বছর পার হয়ে যায়। কিন্তু বাংলাদেশে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পরই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নির্জন কনডেম সেলে বন্দী রাখা হয়। অথচ অনেকের পরবর্তীতে সাজা কমে। অনেকে খালাসও পান।

খাদ্যে মূল্যস্ফীতি ১০.২২ শতাংশে, চাপে গ্রামীণ জনপদ

নিউজ ডেক্স : দেশে খাদ্যের মূল্যস্ফীতি আবারও বেড়েছে। সবশেষ গত এপ্রিল মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ২২ শতাংশে উঠেছে। আগের মাসে এ হার ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। এদিকে মূল্যস্ফীতির হার যেভাবে বেড়েছে, সেভাবে মানুষের আয় বাড়েনি। মূল্যস্ফীতির এই বৃদ্ধিতে শহরের তুলনায় বেশি চাপে আছে গ্রামীণ জনপদ।

সোমবার (১৩ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। এর আগে গত বছরের নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। চার মাস পর খাদ্য মূল্যস্ফীতি আবার ১০ শতাংশ ছাড়ালো।

সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে; গত মাসে এ খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ। এর আগে মার্চ মাসে তা ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ। ফলে এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে। মার্চে এ হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

বিবিএস প্রকাশিত তথ্যে দেখা গেছে, শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির হার বেশি। এপ্রিলের হিসাব অনুযায়ী শহরে সাধারণ মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৪৬ শতাংশ, আর গ্রামে এ হার ৯ দশমিক ৯২ শতাংশ। গ্রামে খাদ্যখাতে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ২৫ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ৯ দশমিক ৬০ শতাংশ।

অন্যদিকে, শহরে খাদ্যখাতে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ১৯ শতাংশ হলেও খাদ্যবহির্ভূত খাতে তা ৯ দশমিক ০১ শতাংশ। শহরের তুলনায় গ্রামে সব খাতেই মূল্যস্ফীতির হার বেড়েছে।

বিবিএস বলছে, যেখানে এপ্রিল মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ, সেখানে মজুরি সূচক বেড়ে মাত্র ৭ দশমিক ৮৫ শতাংশ হয়েছে। এর মানে সংসারের খরচ মেটাতে ধারদেনা করতে হচ্ছে মানুষকে। কৃষিতে মজুরি সূচক ৮ দশমিক ২৫ শতাংশ, শিল্প খাতে মজুরি সূচক ৭ দশমিক ৩৬ শতাংশ ও সেবা খাতে মজুরি সূচক ৮ দশমিক ৪৫ শতাংশ। কোনো খাতেই ৯ শতাংশের ওপরে মজুরি নেই, অথচ সাধারণ মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি। এক্ষেত্রে সবচেয়ে বেশি চাপে আছে গ্রামীণ জনপদের মানুষ। মূল্যস্ফীতির হার বৃদ্ধির সঙ্গে আয়ের অসঙ্গতি শহরের তুলনায় গ্রামেই বেশি।

মানিকগঞ্জে বনফুল এর স্যান্ডউইচ খেয়ে অসুস্থ প্রায় অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে বনফুল এন্ড কোং এর স্যান্ডউইচ খেয়ে শিক্ষক,ডাক্তার ও শিশু সহ অসুস্থ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে।

জানা গেছে, গত ৮ই মে (বুধবার) শহরের পোড়রা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের একটি ট্রেনিং এ সকালের নাস্তা হিসেবে বনফুল থেকে স্যান্ডউইচ নেন তারা। সেই স্যান্ডউইচ খাবার পরে থেকেই পেট ব্যাথা, ডায়রিয়া,বমি সহ নানাবিধ ফুড পয়জনিং সমস্যা নিয়ে জেলা সদর হাসপাতালে, অনেকে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। এর মাঝে গুরুতর অবস্থায় কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়।

একইদিন কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল এর ৫জন চিকিৎসকও একই স্যান্ডউইচ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

ভুক্তভোগী ৮৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান জানান,আমাদের ৫দিনের ট্রেনিং এর শেষদিন আমরা বনফুল থেকে স্যান্ডউইচ এনে নাস্তা করি।এর পর বিকেল থেকে প্রচন্ড পেট ব্যাথা এবং পাতলা পায়খানা শুরু হয়।পরে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। মানুষের জীবনের কথা চিন্তা না করে ব্যবসার জন্য এমন বিসাক্ত খাবার আমাদের কাছে বিক্রী করলো। আমরা মরেও যাইতে পারি। প্রশাসনের কাছে বিচার দাবী করেন।

ভুক্তভোগী ডালিয়া নামের এক শিক্ষিকা জানায়,নামি ব্যান্ড দেখে আমরা সেখান থেকে নাস্তা নেওয়ার কথা বলি।কিন্তু তাদের খাবার খেয়ে এমন অবস্থা আমাদের তাহলে কাদের উপর ভরসা করব।

ভুক্তভোগী আরেক শিক্ষিকা মাসুদা আক্তার জানান ,আমি আমার মেয়ের জন্য একটি স্যান্ডউইচ অর্ডার দিয়ে বাসায় নিয়ে যায়।খাবার পরে থেকে আমি এবং আমার মেয়ে দুই জনই বমি,ডায়রিয়া,মাথা ব্যাথা সহ নানা সমস্যায় পরি।গত শুক্রবার আমার মেয়েকেও হাসপাতালে ভর্তি করা হয়।

এবিষয়ে বনফুল এন্ড কোং মানিকগঞ্জ শাখার ম্যানেজার আমাদের জানান,গত ১০বছর যাবত আমরা মানিকগঞ্জে সুনাম এর সাথে ব্যাবসা করে আসছি।বিভিন্ন সরকারি,বেসরকারি প্রোগ্রামে আমরা খাবার সাপ্লাই দিয়ে থাকি কিন্তু এমন কখনো হয় নাই।আমি আমার উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি। তারাও বিষয়টি দেখছে।

এবিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর এর পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তের মাধ্যমে দোষী প্রমানিত হলে ব্যাবস্থা নেওয়া হবে।

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

শোভন সারোয়ার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক মানবজমিনের মুন্সিগঞ্জ প্রতিনিধি গোলজার হোসেন ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছ সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকেরা। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টা ব্যাপি উপজেলা সমবায় মার্কেট সড়কে এই মানববন্ধন করা হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক এম ডানিয়াল রেজা আশরাফ, কার্যকরী সদস্য জমিরুল হক, প্রথম আলোর জেলা প্রতিনিধি সাংবাদিক ফয়সাল হোসেন, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সদস্য মুরসালিন রহমান, রুবেল বেপারী, বিশ্বজিৎ সরকার, কামরুল ইসলাম লিপু, শোভন সারোয়ার, প্রানতোষ দেবনাথ, দিন ইসলাম, আল রাফি প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, ভোটের দিন হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক, তাঁর ভাই গাজীপুর মসলা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা ইকবাল হক ও তাঁদের ভাতিজা তানভীর হক, ভাগিনা জুয়েলরা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সোহেল রানাকে মারধর করে। সেই দৃশ্য ধারণ করায় চেয়ারম্যানরা সাংবাদিক গোলজারকে অবরুদ্ধ করে নির্যাতন করেছে। ওই কেন্দ্রে থাকা ৭ জন সাংবাদিককে আধা ঘণ্টা অবরুদ্ধ করে মেরে ফেলা, হাত-পা কেটে নেওয়ার প্রকাশ্যে হুমকি দিয়েছে।এর আগে এমন ঘটনা জেলায় এর আগে কখনো ঘটেনি।আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিকেরা।

উল্লেখ্য, গত বুধবার অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সময় সাংবাদিক গোলজারসহ অন্য সাংবাদিকেরা হোসেন্দি ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে পেশাগত দায়িত্ব পালনের সময় হোসেন্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল হকের নেতৃত্বে সাংবাদিক গোলজারের ওপর হামলা করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মনিরুল হক, তানভীরসহ ১৮ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা হয়।

মানিকগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট আসিম জাওয়াদ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ :

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ মে) দুপুর মানিকগঞ্জ শহরের সেওতা কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এদিকে নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের তৃতীয় জানাযায় মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে হাজারো মানুষ সমবেত হয়। শুক্রবার দুপুর দুইটায় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুর ১২টার দিকে তাকে বহনকারী বিমানবাহিনীর-২১৯ হেলিকপ্টারটি মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অবতরণ করে।

বৈমানিক অসিম জাওয়াদ রিফাতের লাশের সঙ্গে তার বাবা ডা. আমানউল্লা, স্ত্রী অন্তরা আক্তার ও দুই সন্তান হেলিকপ্টারে আসেন। নিহত ছেলের বহনকারী হেলিকপ্টার দেখেই কান্নায় ভেঙে পড়েন তার মা নিলুফা খানমসহ স্বজনরা।

জানা গেছে, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক নিলুফা আক্তার খানম ও চিকিৎসক আমানুল্লাহর একমাত্র সন্তান ছিলেন আসিম জাওয়াদ রিফাত। একমাত্র সন্তানকে হারিয়ে কান্না করতে করতে মূর্ছা যাচ্ছেন মা নিলুফা।

নিহত পাইলটের মামা সুরুয খান জানান, অসিম জাওয়াদ খুবই মেধাবী ছাত্র ছিল। তিনি পরিবারের একমাত্র সন্তান । তার মৃত্যুর খবরে আমার বোন নিলুফা পাগলপ্রায়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জাওয়াদের খালাতো ভাই মশিউর রহমান শিমুল জানান, ২০০৮ সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে (বাফা) যোগদান করে ২০১১ সালে অফিসার হিসেবে কমিশন লাভ করেন জাওয়াদ। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আসিম চট্টগ্রাম বিমানবাহিনীর ঘাঁটি জহরুল হকের অফিসার্স আবাসিক এলাকার নীলিমাতে বসবাস করতেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ইয়াক-১৩০ বিধ্বস্ত হয়। বেলা পৌনে ১১টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটিতে আগুন ধরে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ আপডেট...