প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জে আরও ১৯ জন করোনা আক্রান্ত, জেলায় মোট আক্রান্ত ৪৪৯ জন

মানিকগঞ্জে আরও ১৯ জন করোনা আক্রান্ত, জেলায় মোট আক্রান্ত ৪৪৯ জন

মনিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৪৯ জন হলো।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা রফিকুন নাহার এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে জেলা সদরে ১১ জন, সাটুরিয়া, দৌলতপুর ও ঘিওর উপজেলায় ২ জন করে এবং সিঙ্গাইর ও শিবালয়ে ১ জন করে রয়েছেন। তাঁরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

এ পর্যন্ত জেলার সাতটি উপজেলা থেকে ৪ হাজার ৯৩৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানো হয়। ৪৪৯ জনের দেহে কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। তাঁদের মধ্যে জেলা সদরেই করোনা সংক্রমিতের সংখ্যা বেশি।

এ পর্যন্ত জেলা সদরে ১৩২ জন, সাটুরিয়ায় ৮৭, সিঙ্গাইরে ৮৩, শিবালয়ে ২৯, দৌলতপুরে ১৬, ঘিওরে ৬৪ ও হরিরামপুরে ৩৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত।

এদিকে মানিকগঞ্জ জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই অর্ধেক রোগীই সুস্থ হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এপর্যন্ত সুস্থ হয়েছেন ২২৭ জন।