প্রচ্ছদ খেলাধুলা ৭০০ গোলের ক্লাবে রোনালদো

৭০০ গোলের ক্লাবে রোনালদো

ইউরো বাছাইয়ে ইউক্রেনের বিপক্ষে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের ৯৫তম আন্তর্জাতিক গোল করেলেন তিনি। এতে ক্লাব ও জাতীয় দলের জার্সি মিলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন সিআরসেভেন। ফুটবল ইতিহাসে তিনি ষষ্ঠ খেলোয়াড় যিনি ৭০০ গোলের রেকর্ড গড়েন। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গোলসংখ্যা ৬৭২টি।

অবশ্য ব্যক্তিগত অর্জনের রাতে দলকে জেতাতে পারেননি রোনালদো। ৩৪ বছর বয়সী তারকার অসাধারণ এক কীর্তি গড়ার দিনে ইউক্রেনের কাছে ২-১ গোলে হেরেছে পর্তুগাল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইউক্রেন। পরক্ষণে আবার গোল। দুই গোলে এগিয়ে যখন জয়ের পথে দলটি, তখন গোল করে পর্তুগালের আশা জাগান ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু শেষ পর্যন্ত দলকে রক্ষা করতে পারেননি। উজ্জীবিত ইউক্রেনের বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইউরো চ্যাম্পিয়নদের।

স্পোর্টিং ক্লাব পর্তুগালের হয়ে ক্যারিয়ারের শুরু করেছিলেন রোনালদো। কৈশরেই পাড়ি জমান ইংল্যান্ডে। সেখানে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যান ইউয়ের হয়ে আস্তে আস্তে পরিপক্কতা অর্জন করতে থাকেন তিনি।

এরপরে রেকর্ড গড়া দামে রোনালদোকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। রিয়ালকে একের পর এক শিরোপা জেতান তিনি।

সর্বশেষ গত মৌসুমে রিয়াল ছেড়ে ইতালির জুভেন্টাসে পাড়ি জমান এই তারকা। প্রথম মৌসুমেই জুভেন্টাসকে ঘরোয়া ট্রেবল জেতান।