প্রচ্ছদ জাতীয় ৩ মাসের মধ্যে বিজিএমইএ ভবন ভেঙে ফেলা হবে : গণপূর্তমন্ত্রী

৩ মাসের মধ্যে বিজিএমইএ ভবন ভেঙে ফেলা হবে : গণপূর্তমন্ত্রী

রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবন দরপত্রের ৩ মাসের মধ্যে ভাঙার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

বুধবার দুপুরে সচিবালয়ে বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে এসব কথা বলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, বিজিএমইএ ভবন ভাঙার ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নেয়া হবে না। র‌্যাংগস ভবনের মতো কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেদিকে লক্ষ্য রেখেই কাজ করা হবে।

তিনি বলেন, বিজিএমইএ ভবন ভাঙার প্রাথমিক কাজ শুরু হয়েছে। হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙার জন্য কোটেশন পদ্ধতিতে দরপত্র আহ্বান করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ভবনটি ভাঙার পর ব্যবহারযোগ্য অংশ ক্রয়ে আগ্রহী প্রতিষ্ঠানকে ২৪ এপ্রিলের মধ্যে কোটেশন জমা দিতে বলা হয়েছে।’

গণপূর্তমন্ত্রী বলেন, এই ভবনটি ভাঙার জন্য যে পরিবেশ তৈরি করা প্রয়োজন। ভবনটি গুড়িয়ে দেয়ার পর যেখানে পড়বে, তার আশপাশে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সে জন্য প্রস্তুতি প্রয়োজন।

মন্ত্রী জানান, এপ্রিলের ২৫ তারিখ থেকে ১ সপ্তাহের মধ্যে কার্যাদেশ দিয়ে দেওয়া হবে। প্রয়োজনে বিদেশি প্রতিষ্ঠানের সাহায্য নেয়া হবে। তবে তার আগে নিজেদের সক্ষমতা যাচাই করে দেখা হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ভবনটি সিলগালা করে দেয় রাজউক।