প্রচ্ছদ অর্থনীতি ৩০ জুন ব্যাংক খোলা থাকবে

৩০ জুন ব্যাংক খোলা থাকবে

আগামী ৩০ জুন শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকলেও কর জমার সুবিধা দিতে ব্যাংকের সংশ্নিষ্ট শাখা খোলা থাকবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে দেশের সব ব্যাংকে এ নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা, আয়কর ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমাদানের সুবিধার্থে আগামী ৩০ জুন শনিবার সব তফসিলি ব্যাংকের সংশিষ্ট শাখা খোলা রাখতে হবে। যাতে চেক, চালান, পে-অর্ডার ও ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কর জমা নগদায়ন করার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব ব্যাংকের শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

প্রসঙ্গত, অর্থবছরের শুরু হয় ১ জুলাই। শেষ হয় ৩০ জুন। কর আদায়ের বর্ষ অর্থবছর অনুযায়ী হয়। কর আদায় করতে গত কয়েক বছর ধরে ৩০ জুন ছুটির দিন হলেও খোলা রাখতে নির্দেশনা দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। গত বছরে ৩০ জুন শুক্রবার ছুটির দিন থাকায় খোলা রাখার নির্দেশনা দিয়েছিল।