প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ২২ লাখ মানুষকে নেয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে: ত্রাণ প্রতিমন্ত্রী

২২ লাখ মানুষকে নেয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে: ত্রাণ প্রতিমন্ত্রী

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

ঘুর্ণিঝড় আম্পান থেকে রক্ষা করতে গিয়ে উপকূলীয় অঞ্চলের ২২ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সরকারের সবশেষে প্রস্তুতি নিয়ে বুধবার সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ত্রাণ প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেছেন, মঙ্গলবার রাত ৮টার মধ্যে তাদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে। পরিস্থিতি দেখে বুধবার সকাল ৬টায় মহাবিপদ সংকেত দেওয়া হতে পারে। এরপর আর কাউকে আশ্রয়কেন্দ্রে নেয়া কঠিন হবে।প্রতিমন্ত্রী বলেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঘূর্ণিঝড় আম্পান উপকূলে আঘাত হানতে পারে।