প্রচ্ছদ হেড লাইন ১৭ যাত্রীর শরীরে করোনা পাওয়ায় চীনা ফ্লাইট স্থগিত

১৭ যাত্রীর শরীরে করোনা পাওয়ায় চীনা ফ্লাইট স্থগিত

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে গুয়াংঝৌ চলাচলকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইট পরবর্তী কয়েক সপ্তাহ স্থগিত থাকবে। গত ১১ জুন এয়ারলাইন্সটি একটি ফ্লাইটে ১৭ জন যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা শিনহুয়ার।

আগামী ২২ জুন থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটা পরবর্তী চার সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকবে। গত ৪ জুন সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএএসি) রিওয়ার্ড ও সাসপেনশন মেকানিজম চালু করার পর এটাই এবারই প্রথম কোনও ফ্লাইট স্থগিত করা হলো।

সিএএসি’র নতুন নীতিমালা অনুযায়ী, কোনও একটি বিমান সংস্থার সব যাত্রী টানা তিন সপ্তাহ ধরে করোনা নেগেটিভ হলে ওই এয়ারলাইন্স সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করতে পারবে।

তবে যদি কোনও এয়ারলাইন্সের ফ্লাইটে পাঁচজন করোনা রোগী পাওয়া যায় তাহলে তাদের কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত রাখতে হবে। আর যদি ১০ জনের শরীরে করোনা পজিটিভ হয় তাহলে স্থগিতাদেশ চার সপ্তাহের জন্য হবে।