প্রচ্ছদ সারাদেশ ১০ টাকার চাল কালোবাজারে, ইউনিয়ন আ.লীগ সভাপতিসহ আটক ৪

১০ টাকার চাল কালোবাজারে, ইউনিয়ন আ.লীগ সভাপতিসহ আটক ৪

 পটুয়াখালী :

পটুয়াখালীতে ১০ টাকা কেজির তিন বস্তা (৯০ কেজি) সরকারি চাল দ্বিগুণ মূল্যে বাইরে বিক্রির অভিযোগে স্থানীয় ওএমএস ডিলার ও সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ইব্রাহিমসহ চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন- ডিলারের সহকারী মো. জকির হোসেন ছানা (৬৫),  চাল ক্রেতা মো. কালাম খান (৫৫) ও মো. সোহাগ মুন্সী (২৩)। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে জৈনকাঠি ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে মৌবাড়িয়া এলাকায় ডিলারের দোকান থেকে তাদেরকে আটক করা হয়।

এ ব্যাপারে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।  পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নে ওএমএস ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ইব্রাহীমের আওতায় ১০ টাকা কেজির চাল বিক্রির জন্য ৪৪০ নামে ওএমএস’র কার্ড রয়েছে। এর মধ্যে ৪১৯ জন কার্ডধারীকে চাল দেয়া হয়। এর পর বাকি ২১ জন কার্ডধারীর চালের মধ্যে থেকে তিন বস্তা (৯০ কজি) চাল দ্বিগুণ দামে ২০ টাকা করে বাইরে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।

 স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতিসহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং অভিযুক্তদের আটক করেন। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম শফিকুল ইসলাম ও জৈনকাঠি ইউপি চেয়ারম্যান আলহাজ মো. ফিরোজ আলম উপস্থিত ছিলেন। 

ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ফিরোজ আলম বলেন, ‘আমি জুমার নামাজে ছিলাম। এমন সময় ইউএনও ম্যাডাম এসে আমাকে ওই ডিলারের দোকানে নিয়ে যান এবং সেখানে গিয়ে দেখি ৯০ কেজির তিন বস্তা চাল বেশি দামে বাইরে বিক্রি করেছেন। পরে ডিলার, তার সহকারী ও দুই ক্রেতাকে আটক করে নিয়ে যায়’। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, ওএমএস ডিলার সাইফুল ইসলাম ইব্রাহীমসহ আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।