প্রচ্ছদ সারাদেশ হরিরামপুরে বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় ত্রাণ বিতরণ

হরিরামপুরে বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় ত্রাণ বিতরণ

ত্রাণ বিতরণ

জ. ই আকাশ (হরিরামপুর) :

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা অধ্যুষিত কাঞ্চনপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যা দুর্গত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় ত্রাণ বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় ইউনিয়নের কুশিয়ারচর (কালিতলা) গ্রামে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাঞ্চনপুর ইউনিয়নের ১৫০টি বন্যা দুর্গত পরিবারের মধ্যে ২০ কেজি করে চাউল এবং ৪টি পরিবারকে ১ বানডিল করে ঢেউটিন ও নগদ ৩০০০ টাকা করে বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “প্রতিবছরের ন্যায় এ বছরেও হরিরামপুর তথা সমগ্র জেলায় বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় চাল, শুকনো খাবার, শিশু খাদ্য, গো-খাদ্য বিতরণ অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় আজ কাঞ্চনপুর ইউনিয়নে এই ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়।”

নদী ভাঙন রোধকল্পে তিনি আরও জানান, “ইতিমধ্যে হরিরামপুরে ৯.৫ কি.মি. বাঁধ নির্মাণ করা হয়েছে এবং বিভিন্ন স্থানে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

তিনি বলেন, “মানিকগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা অব্যাহত থাকবে। মানিকগঞ্জে যমুনা পয়েন্টে ৬১ সে.মি. বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এ পর্যন্ত পানিবন্দি রয়েছে আনুমানিক প্রায় ৭০০০ পরিবার। বন্যা কবলিত জনগণের জন্য প্রয়োজনীয় এ জেলায় এ পর্যন্ত ১০৪ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সরকারীভাবে ৩০০০ প্যাকেট শুকনো খাবার ও ৩০ মেট্রিক টন চাল বরাদ্দও রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খান, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী, কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস উদ্দিন গাজী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জুলফিকার আলী বিশ্বাস লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব গাজী বনি ইসলাম রূপক, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল শফি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক সাগর হোসেন রনিসহ স্থানীয় জনগণ।