প্রচ্ছদ আইন আদালত হরিরামপুরে লাইসেন্স বিহীন ঔষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৬ ব্যবসায়ীকে জরিমানা

হরিরামপুরে লাইসেন্স বিহীন ঔষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৬ ব্যবসায়ীকে জরিমানা

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

আজ ০৯ সেপ্টম্বর ২০২০ তারিখে দুপুর ১২.০০ টা থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে লাইসেন্স ব্যতীত ঔষুধ বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক শ্রীদাম সাহা কে ২০০০ টাকা এবং নুরুল ইসলাম, ইমরান খান এবং আনিছুর রহমান কে মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি লংঘন করায় মোট ১২০০০ টাকা জরিমানা করা হয়েছে। ইউসুফ আলীকে পাটজাত মোড়ক ব্যবহার না করার কারনে, পন্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন ২০১০ এর ৪ ধারা মোতাবেক ৩০০০০ টাকা জরিমানা করা হয়েছে। হোসেন মোল্লাকে অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা মোতাবেক ২০০০ জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বিল্লাল হোসেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছে হরিরামপুর থানা পুলিশ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।