প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ হরিরামপুরে পদ্মায় ধরা পড়ছে ইলিশ, জেলেরা ব্যস্ত ইলিশ ধরায়

হরিরামপুরে পদ্মায় ধরা পড়ছে ইলিশ, জেলেরা ব্যস্ত ইলিশ ধরায়

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
পদ্মায় জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে ইলিশ। গত অাগস্ট থেকে ইলিশের দেখা মিলছে। কয়েকদিন পর প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন হরিরামপুরের জেলেরা। মৌসুমের শুরুতে ইলিশ ধরা পড়ায় জেলেদের মুখে হাসি ফুটেছে। ইলিশ শিকার করতে জেলেরা জাল ও নৌকা নিয়ে ছুটছেন নদীতে।
বিমল হালদার  জানান, এখন মোটামুটি মাছ ধরা পড়ছে। তবে তারা অাশা করছে সামনে তারা অারো বেশি মাছ পাবে। মাছের পরিমাণে বেশি না হলেও তাদের খরচ উঠছে।
তিনি অারো বলেন, প্রতিদিন মোটামুটি মাছ পাওয়া যাচ্ছে। যা বিক্রয় করে অামাদের সংসার ভালোই চলছে।
এদিকে, ইলিশ ধরা পড়ায় জেলেরা ব্যস্তময় সময় পার করছেন। মাছ কম পাওয়ায় তেমন সরগরম নেই মাছঘাটগুলোতে। জেলেদের আহরণ করা মাছ চলে যাচ্ছে ঢাকা এবং বিভিন্ন অঞ্চলে।
সরেজমিনে বিভিন্ন ঘাটে গিয়ে দেখা গেছে, জেলেরা আহরণ করা মাছ ঘাটে বিক্রি করছে। মাছ কেনা-বেচায় ব্যস্ত জেলে এবং ক্রেতারা। এতে একটু হলেও সরগরম হয়ে উঠছে ঘাটগুলো।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান Harirampur Podmaজানান, হরিরামপুর উপজেলায় নিবন্ধিত ৩৯৮৪ জন জেলে রয়েছে। নিবন্ধন ছাড়াও এ কাজে অনেক জেলে নিয়োজিত রয়েছেন। মাছ ধরে বিক্রি করেই তারা জীবিকা নির্বাহ করে।
এছাড়াও গত অাগস্ট মাসে ৮৪০০ টি ইলিশ ধরা পরে। যার পরিমান ৪.৩৪ মেট্রিক টন। কয়েক মাস নদীতে মাছ ধরা না পড়ায় জেলে পরিবারের দুর্দিন যাচ্ছিল। বর্ষার পানি কমে যাওয়ার ফলে ইলিশ মাছ ধরা পরছে। ভরা মৌসুমে জেলেদের জালে ঝাঁকে-ঝাঁকে ইলিশ ধরা পড়বে। মাছের পরিমাণ আরো বাড়বে।