প্রচ্ছদ সারাদেশ হরিরামপুরে পদ্মার বেড়িবাঁধ ভাঙ্গন পরিদর্শন করলেন এসিল্যান্ড

হরিরামপুরে পদ্মার বেড়িবাঁধ ভাঙ্গন পরিদর্শন করলেন এসিল্যান্ড

জ. ই. আকাশ (হরিরামপুর):

হরিরামপুরে পদ্মা নদীর বেড়িবাঁধ ভাঙ্গন পরিদর্শন করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার বয়ড়া ইউনিয়ন এলাকায় পদ্মা নদীর ভাটির দিক হতে উজানে দাসকান্দি বয়ড়া, খালপাড় বয়ড়া,আন্ধারমানিক ট্রলারঘাট, ভাওয়ারডাঙ্গী, দড়িকান্দি, বকচর, জগন্নাথপুর গ্রাম সহ উজানের বেড়িবাঁধ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে মোঃ বিল্লাল হোসেন জানান, বেশ কিছু জায়গায় অতি ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে এ সকল ঝুঁকিপূর্ণ এলাকা বর্ষার আগেই মেরামত না করা হলে বাঁধটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তাই বিষয়টি যেনো দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবো। আশা করছি কর্তৃপক্ষ দ্রুত এর একটা ব্যবস্থা গ্রহণ করবেন।

পরিদর্শনের ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, সংবাদটি জানার পরেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন বেড়িবাঁধটি পরিদর্শন করেন এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। তিনি আজকের মধ্যে (২৭ মে) পরিদর্শন করে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন|