প্রচ্ছদ সারাদেশ হরিরামপুরে ঝিটকা স্বেচ্ছাসেবক টিমের বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হরিরামপুরে ঝিটকা স্বেচ্ছাসেবক টিমের বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হরিরামপুর প্রতিনিধি :

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাল্লা, চালা, গালা ও গোপীনাথপুর ইউনিয়নের মহামারী করোনাকালীন ক্রান্তিকালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে “ঝিটকা স্বেচ্ছাসেবক টিম” নামের একটি স্বেচ্ছাসেবক সংগঠন।

 ১৩ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় গালা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও ঝিটকা স্বেচ্ছাসেবক টিমের প্রধান সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম ও স্বেচ্ছাসেবক টিমের ত্রাণ উপ-কমিটির আহ্বায়ক অপু সাহা।

স্বেচ্ছাসেবক টিমের উপদেষ্টামণ্ডলী ও সদস্যদের সহায়তায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতিটি পরিবারের জন্য ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু ও ১ কেজি লবন। উল্লেখ্য, করোনাকালীন প্রার্দুভাবের শুরু থেকেই এই স্বেচ্ছাসেবক সংগঠনটি সামাজিক সচেতনতামূলক কার্যক্রম করে আসছে। উপজেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ অনেক জনপ্রতিনিধি এই সংগঠনের সাথে জড়িত রয়েছে বলে জানা যায়।

এই খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক টিমের উপদেষ্টা সদস্য ও সাংবাদিক জ. ই আকাশ; ত্রাণ উপ-কমিটির সদস্য সচিব, আবু সায়েম; সদস্য, নূরুল ইসলাম; আসিফ বিশ্বাস প্রমুখ।