প্রচ্ছদ সারাদেশ হরিরামপুরে একই পরিবারের ৪ জনসহ করোনায় আক্রান্ত ৯, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লকডাউন

হরিরামপুরে একই পরিবারের ৪ জনসহ করোনায় আক্রান্ত ৯, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লকডাউন

 হরিরামপুর,(মানিকগঞ্জ) :
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় গত ২৪ ঘন্টায় একই পরিবারের ৪জনসহ করোনা পজিটিভ হয়েছে মোট ৯ জন। জানা যায় উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ করোনায় আক্রান্ত হলে তার পরিবারের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল ২৩ মে আবুল বাশার সবুজের ভাই, স্ত্রী, এবং ২ ছেলে সহ ৪ জনের করোনা পজিটিভ ধরা পড়ে।
এছাড়া হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২ জন ডাক্তার, ১ জন নার্স, ২ জন অফিস সহকারী (পিয়ন) ৫ জনসহ মোট ৯ জনের করোনা পজিটিভ  বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ আঃ মালেক। ফলে আজ ২৪ মে (রবিবার) সকাল ১১টায় সাবেক ভাইসচেয়ারম্যান আবুল বাশার সবুজের বাড়ি বয়ড়া ইউনিয়নের দড়িকান্দী গ্রাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন  লকডাউনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের পরিবারের সাথে সবসময় যোগাযোগ রাখছি। আপাতত সবাই নিজ বাসায়ই চিকিৎসা নিচ্ছেন। অবস্থার অবনতি হলে তখন আমরা আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা নিব ।