প্রচ্ছদ সারাদেশ হরিরামপুরে ইছামতী নদীর উপরে সেতুর দাবিতে মানববন্ধন

হরিরামপুরে ইছামতী নদীর উপরে সেতুর দাবিতে মানববন্ধন

 

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ 

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার যাত্রাপুর ও খলিলপুর গ্রাম সংযোগকারী ইছামতী নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।

১১’ই জুন শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে সেতুর যাত্রাপুর অংশে মানববন্ধনে যাত্রাপুর, আগ্রাইল, খলিলপুরসহ ৮ টি গ্রামের শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা জানান, জনপ্রতিনিধিরা বার বার আশ্বাস দিলেও এখনো ইছামতী নদীর উপর সেতু আলোর মুখ দেখেনি। ঝুকিপূর্ণ এ সেতুর উপর দিয়ে হরিরামপুর ও সদর উপজেলার ৮ টি গ্রামের লোকজনের চলাচল রয়েছে। হরিরামপুরে সবচেয়ে বড় বিল ভাতশালা বিলের খাদ্য শস্য কেনা বেচা ও পরিবহনে সমস্যায় পড়ছেন স্থানীয় কৃষকেরা বলেও জানানো হয়।

এ মানববন্ধনে যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আমজাদ হোসেন খান জীবু, স্থানীয় সমাজ সেবক ফরিদুর রহমান ফরিদ, দীপু চৌধুরি, অহিদ উদ্দিন আহমেদ স্বাধীন, কাজী ইকবাল হোসেন (ভিপি পল), এডভোকেট শিশির আলম খান পল্লব, ইঞ্জিনিয়ার নুর আলম, সালাউদ্দিন আহমেদ, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।