প্রচ্ছদ সারাদেশ হরিরামপুরে আকাশে ঘুড়ির মেলা

হরিরামপুরে আকাশে ঘুড়ির মেলা

জ. ই আকাশ (হরিরামপুর) :

মানিকগঞ্জের হরিরামপুরের প্রত্যন্ত অঞ্চলে দিনে এবং রাতের আকাশে চলছে ঘুড়ির মেলা। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সারাদেশ যখন লকডাউনে গৃহবন্দি, ঠিক তখনই প্রত্যন্ত গ্রামাঞ্চলে সময় কাটাতে বিভিন্ন এলাকায় মাঠে ময়দানে চলছে ঘুড়ি বানানোর প্রতিযোগীতা।

বিকেল হলেই উপজেলার বিভিন্ন এলাকায় আকাশে বিভিন্ন ধরনের ঘুড়ি উড়তে দেখা যায়। শুধু দিনেই রাতের আকাশেও উড়তে দেখা যায় বিভিন্ন রঙবেরঙে বাল্ব লাগানো ঘুড়ি। সন্ধ্যার পরেই আকাশ পানে তাকালেই কেবল ঘুড়ির মেলা। যা তারার সৌন্দর্যকেও হার মানিয়েছে।

বিকেলে সরেজমিনে গেলে সন্ধান পাওয়া যায় ৫০১ হাত লম্বা বিশিষ্ট লেজ দিয়ে তৈরি একটা পতিঙ্গা ঘুড়ির। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের মজিদ মাস্টার এই পতিঙ্গা ঘুড়িটি তৈরি করেন।

এ ব্যাপারে তিনি জানান, লকডাউনের অবসর সময় কাটাতেই এই ঘুড়ি নির্মান করেছি। আর মানুষকে অবাক করে দিতেই আমি এত বড় লেছ লাগাই।

উল্লেখ্য, গ্রামাঞ্চলের এক সময়ের ঐতিহ্যবাহী এই ঘুড়ি যেন বিলুপ্ত প্রায়। কিন্তু করোনার লকডাউন যেন অতীত ঐতিহ্য মানুষের মাঝে নতুন করে আনন্দের প্রয়াশ হিসেবে স্থান করে নিয়েছে।