প্রচ্ছদ আর্ন্তজাতিক সেই মায়া সৈকত ২০২১ পর্যন্ত বন্ধ

সেই মায়া সৈকত ২০২১ পর্যন্ত বন্ধ

থাইল্যান্ডের ফি ফি লে দ্বীপের মায়া সমুদ্রসৈকত গত বছর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। সৈকতটি ২০২১ সাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

‘দ্য বিচ’ চলচ্চিত্রের চিত্রায়ণ হয়েছে এই সৈকতে। ২০০০ সালের এই ছবিতে হলিউড তারকা লিওনার্দো ডিকাপ্রিও অভিনয় করেন। এ ছবির কল্যাণেই এই সৈকতে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। বন্ধ করার আগে সৈকতটিতে প্রতিদিন ৫ হাজার পর্যটকের সমাগম ছিল। এতে বেশির ভাগ প্রবাল মরে যাচ্ছিল। এরপর গত বছর সৈকতটি বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ দুই বছর বাড়িয়েছে। মায়া সমুদ্রসৈকতের পরিবেশ ঠিক রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বন্ধ করার পর থেকে সাগরের পানিতে হাঙরদের সাঁতার কাটতে দেখা যায়।

নৌকাগুলো এখন সাগর থেকে দূরবর্তী তীরে নোঙর করা থাকে। ছবি: বিবিসির সৌজন্যেনৌকাগুলো এখন সাগর থেকে দূরবর্তী তীরে নোঙর করা থাকে। ছবি: বিবিসির সৌজন্যে

স্থানীয় পর্যটন সংস্থার প্রধান ওয়াত্তানা রারনাগসামুত এএফপিকে বলেন, স্থানীয় বাসিন্দাদের উপার্জনের ব্যবস্থা করার জন্য গণশুনানি হওয়া দরকার।