প্রচ্ছদ সারাদেশ সীতাকুণ্ডে এক ব্যক্তির করোনা শনাক্ত

সীতাকুণ্ডে এক ব্যক্তির করোনা শনাক্ত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

সীতাকুণ্ডে একটি ব্যাংকের  গার্ড করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। বুধবার রাতে করোনাভাইরাস পরীক্ষায় এ তথ্য জানা গেছে। বর্তমানে তার আশেপাশের তিনটি দোকান, ও ৬টি বসত ঘর লকডাউন করা হয়েছে। স্থানীয় সূত্র জানা যায়, পৌরসভাস্থ সোবাহন বাগের গোডাউন রোডস্থ ব্যাসায়ী কবির সওদাগরের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন ঢাকা নারায়ণগঞ্জের একটি ব্যাংকের এক সিকিউরিটি গার্ড (৫০)। গত ৬ এপ্রিল পরিবারের সাথে দেখা করতে সীতাকুণ্ড বাসায় ছুটে আসেন তিনি। বাসায় আসার পর কিছুটা অসুস্থ বোধ করলে পরে তিনি একটি রিক্সা যোগে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যান। সেখানে তার করোনাভাইরাস হয়েছে কিনা তার পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। এদিন রাতেই চট্টগ্রামের সিভিল সার্জন সংগ্রহকৃত নমুনা পরীক্ষার রিপোর্ট দেখতে গিয়ে ধরা পরে ব্যাংকের এ সিকিউরিটি গার্ডের করোনা পরীক্ষায় পজিটিভ আসে।

ঘটনাটি এলাকার আশপাশের  ও সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে পড়লে এসম চরম আতঙ্কের সৃষ্টি হয়। মুহুর্তে পুরো সীতাকুণ্ড উপজেলা থমথমে হয়ে পড়ে। এদিকে স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, আজ আমরা ৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ছিলাম। কিন্ত  ব্যাংকের গার্ডের পজিটিভ আসে। তিনি বলেন  ব্যাক্তিটি নিজে রিক্সা যোগে করোনা পরীক্ষা করার জন্য হাসপাতালে আসেন। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা বলেন, করোনা আক্রান্ত ব্যাক্তিটি পৌরসভাস্থ গোডাউন রোডে কবির মঞ্জিলে ভাড়া বাসায় তার পরিবার নিয়ে বসবাস করে আসছিল। তবে তাঁর মুল বাড়ি হচ্ছে সন্দ্বীপ উপজেলায়। রাতে করোনা বিষয়টি জানতে পেরে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে বাড়িটি ঘিরে ফেলি। কেউ যেন ভিতরে প্রবেশ করতে পারে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, এঘটনায় ছয়টি বাড়ি ও তিনটি দোকান লকডাউন করে দেয়া হয়েছে। আক্রান্ত লোকটিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।