প্রচ্ছদ জাতীয় সিলেটকে ভিক্ষুকমুক্ত করতে চাই : পররাষ্ট্রমন্ত্রী

সিলেটকে ভিক্ষুকমুক্ত করতে চাই : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার সব সময় অসহায় মানুষকে সহযোগিতায় করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অস্বচ্ছল ও অসুস্থদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আছেন। সিলেটকে ভিক্ষুকমুক্ত করতে চাই। সামাজিক নিরাপত্তার আওতায় সিলেটকে ভিক্ষুকমুক্ত করতে প্রশাসন কাজ করছে। আমি আশাবাদী এতে আমরা সফল হব।

শনিবার বেলা ১১টার দিকে সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে কিডনি, ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধিতে আক্তান্ত রোগীদের চিকিৎসার্থে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক ও সিলেট বিভাগীয় সমাজসেবা অধিদফতরের পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ প্রমুখ।