প্রচ্ছদ আর্ন্তজাতিক সিরিয়ায় রুশ বাহিনীর হামলায় ৮৮ হাজার আইএস নিহত

সিরিয়ায় রুশ বাহিনীর হামলায় ৮৮ হাজার আইএস নিহত

সিরিয়ায় গেল তিন বছরে রুশ সামরিক বাহিনীর বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী আইএসের প্রায় ৮৮ হাজার সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, সিরিয়ায় গেল তিন বছরে আইএসের বিভিন্ন অবস্থানে অভিযান চালিয়ে ৮৭ হাজার ৫শ’ সদস্যকে হত্যা করা হয়েছে।

দেশটির ৯৫ শতাংশ এলাকা বর্তমানে পুরোপুরি নিরাপদ এবং সরকারের নিয়ন্ত্রণে বলেও জানান তিনি। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে আইএসসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর উত্থান ঘটে।

সন্ত্রাসবিরোধী অভিযানের নামে এসময় সিরিয়ায় বিমান হামলা শুরু করে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। পরে ২০১৫ সালে আইএসবিরোধী অভিযানের নামে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সামরিক সহযোগিতা দেয়া শুরু করে রাশিয়া।

এসময় দেশটিতে ২৫ হাজার ৭শ’ ৩৮ জন সেনা কর্মকর্তা, ৪শ’ ৩৪ জন জেনারেল ৪ হাজার ৩শ’ ৪৯ জন আর্টিলারি ও রকেট বিশেষজ্ঞের পাশাপাশি সামরিক বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করে মস্কো।