প্রচ্ছদ শিক্ষাঙ্গন সিরাজদিখানে ঝিকুটের শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত

সিরাজদিখানে ঝিকুটের শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝিকুট শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে ১১:৩০ টা পর্যন্ত উপজেলার লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা হয়।

এ পরীক্ষায় সিরাজদিখানের ১৪ টি ইউনিয়নের শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির প্রায় ৩শ’ শিক্ষার্থী অংশ নেয়।

কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন ও হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন লতব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তরিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ ফজলুল হক, বয়রাগাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, মুন্সিগঞ্জ জেলা মানবাধিকার উন্নয়ন কমিশনের সাবেক সভাপতি হুমায়ুন কবির সাগর, লতব্দী মাধ্যমিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহবুব হোসেন রন্টু, সংগঠক সয়ন শেখ, ইমাম হাসান, ঝিকুটের কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদের, সাধারণ সম্পাদক আশরাফ ইকবাল, অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাসার, আইন সম্পাদক এড. নয়ন মিয়া, সিরাজদিখান পরিষদের আহ্বায়ক রাজু মোল্লা, সদস্য সাইফুল ইসলাম শাওন, মো. সজিব, আফসানা হাই তন্দ্রা, শাবনাজ আক্তার সম্পা, আবির হাসান অভি, রোজা, রাজু বাউল, হিমেল দেওয়ান, রতন সরকার, মাসুদ আব্দুল্লাহ, জুয়েল রেজা প্রমুখ।

বৃত্তি প্রাপ্তদের নগদ অর্থ, ক্রেস্ট, ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হবে।

পরীক্ষাটি পর্যবেক্ষণ করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরীক্ষা শেষে অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে ঝিকুটের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।