প্রচ্ছদ আজকের সেরা সংবাদ সিটি নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশ না নিলে কিছু করার নেই: সিইসি

সিটি নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশ না নিলে কিছু করার নেই: সিইসি

নির্বাচন সুষ্ঠু এবং সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সোমবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে তিনি বলেন, সিটি নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশ না নিলে কমিশনের কিছু করার নেই ।

নির্বাচন সুষ্ঠু এবং সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়ে সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সফল হয়েছে। আগামী সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হবে। সকল প্রার্থীরা যাতে নিজ নিজ প্রচারণা চালাতে পারে এবং তারা যেন কোনো বাধা বিঘ্নের সম্মুখীন না হয়, এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে।

তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিং এজেন্টদের নিয়ে নানা অভিযোগ এসেছে। এসব অভিযোগের বেশির ভাগই ভিত্তিহীন। ঐ সময় অভিযোগ পাওয়া গিয়েছিলো প্রার্থীদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। প্রকৃত পক্ষে অনেক প্রার্থী এজেন্ট দেওয়ারই যোগ্যতা রাখে না। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।