প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জে আরও ২১ জন করোনায় আক্রান্ত,সিংগাইরে এক রোগীর মৃত্যু

মানিকগঞ্জে আরও ২১ জন করোনায় আক্রান্ত,সিংগাইরে এক রোগীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি :  
মানিকগঞ্জের সিংগাইরে হোম আইসোলেশনে থাকা ইউনূছ আলী(৬০)নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। আক্রান্ত হওয়ার ১২ দিনের মাথায় বুধবার আবারো নমুনা পরীক্ষা দিয়েছিলেন তিনি।তবে তার রিপোর্ট এখনো পৌছেনি।
ইউনূছ আলীর বাড়ি সিংগাইর পৌরসভার আজিমপুর গ্রামে।তিনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন কর্মচারী ছিলেন।
সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেকেন্দার আলী জানান,গত ২২ মে ইউনূছ আলীর করোনা সনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন।তিনি হৃদরোগেও ভুগছিলেন বলে জানান তিনি। বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে প্রশাসনের ব্যবস্থাপনায় মরহুমে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, মানিকগঞ্জে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৯৭ জন।

নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় আটজন, সাটুরিয়া উপজেলায় চারজন, সিংগাইর ও ঘিওর উপজেলায় তিনজন করে এবং দৌলতপুর উপজেলায় দুইজন ও হরিরামপুর উপজেলায় রয়েছেন একজন।