প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ সিংগাইরে মেয়র হলেন আ.লীগের প্রার্থী আবু নাঈম বাশার

সিংগাইরে মেয়র হলেন আ.লীগের প্রার্থী আবু নাঈম বাশার

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাসার ১৪ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভুঁইয়া জয় পেয়েছেন হাজার এক হাজার ৭১৯ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।

মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সিংগাইর পৌর নির্বাচনে ১১ কেন্দ্রে মোট ২২ হাজার ৬৮৫ ভোটারের মধ্যে ১৬ হাজার ৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি আরও বলেন, প্রার্থীরা ভোটগ্রহণ নিয়ে কোনো অভিযোগ করেননি। প্রতি কেন্দ্রেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১১ কেন্দ্রে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবির সাথে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১১ জন প্রিসাইডিং অফিসার, ৬৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১৩৪ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করেছেন।

কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন :

১ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে বিজয়ী হয়েছেন আতাউর রহমান (৭০৪)।
২ নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে বিজয়ী হয়েছেন গিয়াস উদ্দিন (৭৬৫)।
৩ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে বিজয়ী হয়েছেন সমেজ উদ্দিন (১১৮৪)।
৪ নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে বিজয়ী হয়েছেন রিয়াজুল ইসলাম (৩৬৯)।
৫ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে বিজয়ী হয়েছেন রেজাউল করিম টিপু (১০৭৯)।
৬ নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে বিজয়ী হয়েছেন সোহেল রানা (১১৯৪)।
৭ নং ওয়ার্ডে ডালিম প্রতীকে বিজয়ী হয়েছেন মাহফুজ সরকার (৯৬৩)।
৮ নং ওয়ার্ডে গাজর প্রতীকে বিজয়ী হয়েছেন কামাল হোসেন (৯৫৯)।
৯ নং ওয়ার্ডে গাজর প্রতীকে বিজয়ী হয়েছেন শামসুল ইসলাম (১৩৮৯)।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন যারা:

সংরক্ষিত ওয়ার্ড-১ এ ২৩১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন পারুল আক্তার (চশমা)। তার নিকটতম প্রার্থী রিপন আক্তার ফজলু (আনারস) পেয়েছেন ২০২০ ভোট।

সংরক্ষিত ওয়ার্ড-২ এ ১৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাসরিন নাহার (আনারস)। তার নিকটতম প্রার্থী মরিয়ম আক্তার (বলপেন) পেয়েছেন ১৫২৩ ভোট।

সংরক্ষিত ওয়ার্ড-৩ এ ২৬৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলেয়া বেগম (আনারস)। তার নিকটতম প্রার্থী পারভীন আক্তার (চশমা) পেয়েছেন ২৩৬৪ ভোট।

রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।