প্রচ্ছদ সারাদেশ সিংগাইরে নিম্নমানের সেমাই বিক্রি,৩ দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা

সিংগাইরে নিম্নমানের সেমাই বিক্রি,৩ দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ :
অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদবিহীন নিম্নমানের খোলা ও প্যাকেটজাত সেমাই বিক্রি দায়ে মানিকগঞ্জের সিংগাইরে ৩ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আজ শনিবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সিরাজপুর হাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মেয়াদবিহীন নিম্নমানের খোলা ও প্যাকেটজাত সেমাই বিক্রির দায়ে রাজিব স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেমাইয়ের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। মেয়াদবিহীন সকল সেমাই প্রত্যাহার করা সহ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।

এছাড়া মূল্য তালিকায় ১০০ টাকা লেখা থাকলেও ডালের দাম কেজি প্রতি ১০০টাকার বিপরীতে ১২০-১৩০ টাকায় বিক্রির দায়ে জুয়েল এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা এবং ছোলার দাম কেজি প্রতি ৭০ টাকার বিপরীতে ৮০ টাকায় বিক্রির দায়ে খোরশেদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আসাদুজ্জামান রুমেল বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নকল, ভেজাল ও ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

এই অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।