প্রচ্ছদ সারাদেশ সিংগাইরে ডাকাতির ঘটনায় আদালতে ৪ ডাকাতের স্বীকারক্তি

সিংগাইরে ডাকাতির ঘটনায় আদালতে ৪ ডাকাতের স্বীকারক্তি

মানিকগঞ্জ প্রতিনিধি :  

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বড় কালিয়াকৈর গ্রামে জনৈক মোঃ দেলোয়ার হোসেন মাষ্টারের বাড়িতে গত (২৪ জুন) রাতে ডাকাতির ঘটনা ঘটে। ঐদিন সিংগাইর থানা ৩৯৪ ধায়রা মামলা নং-১৯(তাং ২৪/০৬/২০২০) করা হয়। এর পর থেকেই সিংগাইর থানা পুলিশ ডাকাতদের গ্রেফতারে জোর চেষ্টা চালিয়ে আসছিলেন।

শুক্রবার (১০ জুলাই) রাতে মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার হামিদুর রহমানা সিদ্দিকী একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে জানায়

সর্বশেষ গত (৯জুলাই) বৃহস্পতিবার তথ্য প্রযুক্তি ব‍্যবহার করে এসআই আনোয়ার হোসেন বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামের মৃত মাছেন আলীর পুত্র মোঃ ইদ্রিস (৩১), বেতিলা চর গ্রামের মাতাব আলীর পুত্র মোহাম্মদ আলী (৩০), ধল্লা কাফাটিয়া গ্রামের নৈমুদ্দিনের পুত্র মোঃ শাহাজাহান বেপারী (৪৯), লেবু বাড়ি গ্রামের মোঃ রকমান আলীর পুত্র মোঃ সায়েদুর রহমান (২০)। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত দু’টি মোবাইল সেট, ১টি স্বর্নের কানের দুল ও দুই ভরি রুপার গহনা উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ জুলাই ) বিকেলে ডাকাত দলের সদস্যরা মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদের আদালতে ১৬৪ ধারায় ডাকাতির ঘটনায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় । আদালত তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেয়।