প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ সাড়ে ৭ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু

সাড়ে ৭ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

ঘন কুয়াশার কারণে ১২ ঘন্টা বন্ধ থাকার পর আজ সকাল সোয়া ১০টার দিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘রাতে পদ্মা নদীতে কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়।দুর্ঘটনা এড়াতে রাত দুইটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কুয়াশার প্রকোপ কেটে গেলে সকাল সাড়ে নয়টায় ফেরি চলাচল শুরু হয়।’ তিনি বলেন, ‘ধীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে তিনশতাধিক পণ্যবাহী ট্রাকসহ পাঁচ শতাধিক যানবাহন।

একই অবস্থা রাজবাড়ি জেলার দৌলতদিয়া ঘাটেরও।’ তিনি আরও্র বলেন, ‘যাত্রীদের দুর্ভোগের কথা বেবেচনা করে যাত্রীবহনকারী গাড়ী এবং জরুরী ও পচনশীল পণ্যবাহীগুলোকেট অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

একারণে ঘাটে আটকা পড়ছে পণ্যবাহী ট্রাকগুলো। আটকে পড়া ট্রাকগুলোকে পাটুরিয়া ট্রাক টার্মিনালে রাখা হয়েছে এবং বেশ কিছু ট্রাককে পাটুরিয়া ঘাট থেকে ছয় কিলোমিটার দুরে আরিচা ঘাটের কাছে মহাসড়কে সাড়িবদ্ধভাবে রাখা হয়েছে। পরিস্থিতি গাড়ীর চাপ কমলে পর্যায়ক্রমে আটকে পড়া ট্রাকগুলোকে পার করা হবে।’